কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

ট্রাম্প একজন রিপাবলিকান, আর বাইডেন ও হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসকে পরাজিত করেছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৯ আগস্ট) হোয়াইট হাউজের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।
নিয়মানুযায়ী সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার ৬ মাস সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন। সেই হিসাবে গত ২১ জুলাই কমলার নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে।
তবে সবশেষ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করায় কমলার নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ট্রাম্প।
শুক্রবার (২৯ আগস্ট) ‘হোমল্যান্ড সিকিউরিটি’কে একটি চিঠি পাঠান ট্রাম্প। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা।
ট্রাম্প একজন রিপাবলিকান, আর বাইডেন ও হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসকে পরাজিত করেছিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে একটি নির্বাহী স্মারকলিপি জারি করা হয়। এর মাধ্যমে হ্যারিসের নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা পরিষেবা বাতিল করা হয়েছে।
এই সেবা ২০২৬ সালের জুলাই মাসেই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা আগামী সপ্তাহের মঙ্গলবারই (২ সেপ্টেম্বর) শেষ হবে।
গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ওই সময়ে ট্রাম্পের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা সংঘটিত হয় এবং ওই সময়ে সিক্রেট সার্ভিস বর্তমান প্রেসিডেন্টকে (ট্রাম্প) রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
হ্যারিস ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সান ফ্রান্সিসকো জেলা অ্যাটর্নি। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী বছর তিনি গভর্নরের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।