কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি, প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও : ইলন মাস্ক
মার্কিন নির্বাচন জরিপে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এরমধ্যে, ট্রাম্পের সর্মথক এবং অন্যতম শীর্ষ মার্কিন বিনিয়োগ সংস্থা পলসন অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা জন পলসন হুমকি দিয়েছেন যে হ্যারিস জয়ী হলে তিনি বাজার থেকে তার বিনিয়োগ উঠিয়ে নেবেন।
মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে পলসন কমলা হ্যারিসের প্রস্তাবিত অর্থনৈতিক নীতিমালার সমালোচনা করে বলেন, তারা বাজারে একটি আতঙ্ক সৃষ্টি করবে, লোকেদের সম্পদ বিক্রি করতে প্ররোচিত করবে এবং অবশেষে একটি মন্দা ডেকে আনবে।
জন পলসন আরও বলেন, ‘হ্যারিস নির্বাচিত হলে (আমি) বাজার থেকে আমার টাকা তুলে নেব। আমি নগদ কারবার করবো, এবং আমি স্বর্ণের লেনদেনে যাবো, কারণ আমি মনে করি তারা যে পরিকল্পনাগুলিকে উপন্থাপন করেছে, তা নিয়ে অস্পষ্টতা বাজারে অনেক অনিশ্চয়তা তৈরি করবে এবং সম্ভবত নিচের বাজারে।›
পলসন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (কমলা হ্যারিস) ১০কোটি ডলার বা তার বেশি সম্পদের অধিকারী লোকদের জন্য অবাস্তব লভ্যাংশে উপর ২৫শতাংশ কর বসানোর প্রস্তাব করেছেন, যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে এটি প্রায় সমস্ত কিছু- শেয়ার, ঋণপত্র, বাড়ি, শিল্পকলা সহ ব্যাপক বিক্রির কারণ হবে। আমি মনে করি এর ফলে বাজারে বিপর্যয় ঘটবে এবং তাৎক্ষণিক, বেশ দ্রুত মন্দা ঘটবে।›
এদিকে, টেসলার সিইও ইলন মাস্ক, যিনি পেনসিলভানিয়ার একটি প্রচার সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর সঙ্ঘটিত প্রথম হত্যা চেষ্টার পর প্রকাশ্যে তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন বাজারের জন্য আরও আতঙ্কজনক ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘(ওয়ারেন) বাফেট ইতিমধ্যে এই ফলাফলের জন্য প্রস্তুতি নিচ্ছেন।›
ইতিমধ্যে, মে মাসে অনুষ্ঠিত বার্ষিক অংশীদারীত্ব সভায় বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ারের প্রধান বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট বলেছিলেন যে, প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সম্পদ অ্যাপল-এর শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত ছিল সরকারী কর পরিশোধের জন্য নগদ অর্থ সংগ্রহ করার জন্য এবং অনিশ্চয়তার সময়ে আরও নগদ অর্থ মজুদ রাখার তার অভিপ্রায়ের সাথে সঙ্গতিপূর্ণ।
এরপর, জুনের শেষদিকে প্রতিষ্ঠানটির নগদ অর্থের মজুদ ছিল ২৭হাজার ৭শ’ কোটি ডলার। বার্কশায়ারের পাশাপাশি, বাফেটের আরেকটি বিনিয়োগ প্রতিষ্ঠান তার অন্যতম মূল বিনিয়োগ ক্ষেত্র ‘স্টক ব্যাংক অফ আমেরিকা কর্পোরেশন (এনওয়াইএসই:বিএসি)’-এ অংশীদারিত্ব হ্রাস করেছে। সূত্র: বেঞ্জিঙ্গা।