USA

কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

দৃশ্যত যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। অন্য নির্বাচনগুলোতে কোনো না কোনো প্রার্থীর পাল্লা ভারী দেখা গেছে। কিন্তু এবারের নির্বাচনে ডেমোক্রেট কমালা হ্যারিস এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। কেউ ঠাহর করতে পারছেন না কে জিততে পারেন। এমন পরিস্থিতিকে ইংরেজিতে বলা হয় ‘ইভেন-স্টিভেন’ পরিস্থিতি। এখন পর্যন্ত জরিপগুলো এমনই পূর্বাভাস দিচ্ছে। এমন এক অবস্থায় ডেমোক্রেটদের মধ্য থেকে রাজনৈতিক ক্যারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করার আশা করছেন কমালা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশেল ওবামা। গত রোববার তিনটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রাধান্য আছে কমালা হ্যারিসের। এনবিসি নিউজের সর্বশেষ জরিপে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে জনমত জরিপে বর্তমানে ‘ডেডলকড’ অবস্থায় আছেন ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থী। তাদের দু’জনের জন্যই জনসমর্থন শতকরা ৪৮ ভাগ করে। এবিসি নিউজ/ইপসোস সর্বশেষ জরিপ অনুযায়ী, শতকরা ৫০ ভাগ সমর্থন পেয়েছেন কমালা হ্যারিস। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৮ ভাগ ভোটার। অর্থাৎ খুব সামান্য শতকরা মাত্র ২ ভাগ ভোটে এগিয়ে আছেন কমালা। অন্যদিকে সিবিএস নিউজ/ইউগভ জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট নির্বাচনে  কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর। এর মধ্যে কমালা হ্যারিসকে সমর্থন করেছেন শতকরা ৫১ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪৮ ভাগ ভোটার।

 এ অবস্থায় কমালা হ্যারিসকে রাজনৈতিক বৈতরণী পার হতে সহায়তা করছেন ওবামা দম্পতি। আগামী সপ্তাহে তারা মাঠে নামবেন। এখনও ডেমোক্রেটদের যেসব ভোটব্যাংক আছে, সেখানে তাদের ব্যাপক জনপ্রিয়তা। এ ছাড়া সুইং স্টেটগুলোতে তারা নতুন জাগরণ আনতে পারবেন বলে মনে করা হচ্ছে। ফলে ওবামা ম্যাজিকে নতুন সকালের স্বপ্ন দেখছেন ডেমোক্রেটরা। ২৬শে অক্টোবর মিশিগানে কমালা হ্যারিসের সঙ্গে নির্বাচনী প্রচারণায় দেখা যাবে সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাকে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার কমালার সঙ্গে জর্জিয়াতে দেখা যাবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে। অন্য রাজ্যগুলোতেও সফরে যাবেন ওবামা। ডেমোক্রেটদের কাছে জনমত জরিপ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও সব গোত্রের সব নারীর মধ্যে এগিয়ে আছেন কমালা তবুও তিনি পুরুষদের কাছ থেকে, বিশেষ করে হিস্প্যানিক ও আফ্রিকান-আমেরিকানদের বড় রকমের সমর্থন আদায়ের চেষ্টা  করছেন। ২০০৮ এবং ২০১২ সালে কৃষ্ণাঙ্গ পুরুষদের কাছ থেকে যে সমর্থন ট্রাম্প পেয়েছিলেন, কমালা হ্যারিসকে সেই রকম সমর্থন না দেখানোর জন্য সমালোচনা করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি একজন নারী প্রেসিডেন্ট হিসেবে কমালাকে ভোট দেয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি এক্সে কমালার পক্ষে পোস্ট দিয়েছেন। তাতে  লিখেছেন, কমালা হ্যারিস জনগণের জন্য তার জীবনে লড়াই করেছেন। তিনি আপনাদের জন্য লড়াই করছেন। তিনি একজন অমায়িক মানুষ। তাই তাকে ভোট দেয়ার জন্য আমি গর্বিত। তার মতো দয়ালু মানুষকে আমাদের প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজন। উল্লেখ্য, ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রচারণায় শক্তিধর একজন সমর্থক ছিলেন কমালা হ্যারিস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button