USA

কমালা হ্যারিসের পক্ষ না নেয়ার জের, ২ লাখ সাবস্ক্রাইবার খোয়ালো দ্য ওয়াশিংটন পোস্ট

ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসের পক্ষ না নেওয়ায় দুই লাখের বেশি ডিজিটাল সাবস্ক্রাইবার হারিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সূত্রের খবর, মোট সাবস্ক্রাইবারের ৮ শতাংশই হাতছাড়া হয়েছে তাদের। তার পরেই সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, আসন্ন মার্কিন নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষেই সওয়াল করবে না তারা। সূত্রের খবর, ডেমোক্র্যাট প্রার্থী কমালার পক্ষে বেশ কিছু সম্পাদকীয় লেখা হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেগুলো প্রকাশিত হওয়ার কথা ছিল ওয়াশিংটন পোস্টে। কিন্তু দিনকয়েক আগে সংবাদপত্রের প্রকাশক উইল লিউইস জানিয়ে দেন, কোনও প্রার্থীর পক্ষেই কথা বলা উচিত না। পাঠকরা নিজেই ঠিক করবেন কাকে ভোট দেবেন। তার পরেই হু হু করে কমতে থাকে সংবাদপত্রের সাবস্ক্রাইবার সংখ্যা। এরপরেই ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর জেরে গত শুক্রবার পদত্যাগ করেন পত্রিকাটির সম্পাদক রবার্ট কাগান। পদত্যাগ করা রবার্ট কাগান ট্রাম্প-বিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ২০২৩ সালে তিনি একটি কলাম লিখেছিলেন, ‘ট্রাম্পের একনায়কত্ব: কীভাবে এটি বন্ধ করা যায়’ শিরোনামে। ফক্স নিউজ বলছে, ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন সম্পাদক। ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে এক পোস্টে লুইস লিখেছেন, ‘ওয়াশিংটন পোস্ট এই নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করবে না। ভবিষ্যতের কোনো নির্বাচনেও করবে না। আমরা প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন না করার বিষয়ে আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। তার মতে, নির্বাচনে কোনও প্রার্থীকে সমর্থন না করাই উচিত। সংবাদপত্রের আদর্শ এটাই। আরও আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button