করোনার টিকা তৈরিতে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন দুই বিজ্ঞানী
নিউক্লিওসাইড বেস মোডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদের আবিষ্কারের জন্যই কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশ সম্ভব হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রু ওয়াইজম্যান। নিউক্লিওসাইড বেস মোডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদের আবিষ্কারের জন্যই কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশ সম্ভব হয়েছে।
সোমবার (২ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ভবনে দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
নোবেল কমিটির ফেসবুক পেইজে বলা হয়েছে, ২০২০ সালের গোড়ার দিকে শুরু হওয়া করোনা মহামারির বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য দুই নোবেল পুরস্কার বিজয়ীর আবিষ্কারগুলি গুরুত্বপূর্ণ ছিল। তাদের যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে এমআরএনএ কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে সে সম্পর্কে আমাদের ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে ভ্যাকসিন বিকাশের অভূতপূর্ব অবদান রেখেছেন বিজয়ীরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৪ অক্টোবর) রসায়ন এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার (৬ অক্টোবর)।