কাঁধে সংসারের দায়িত্ব, পিঠে ভাই! ছোট্ট ছেলেটি চোখ ভেজাল সবার
ভাইবোনের মধ্যে ভালবাসা আর স্নেহের সম্পর্ক এই পৃথিবীতে অতুলনীয়। ছোটবেলা থেকে ভাইবোনের মধ্য়ে যতই খুঁনসুটি হোক না কেন, এই সম্পর্কের কোনও বিকল্প হয় না। বরং বয়স বাড়তে-বাড়তে তা আরও দৃঢ় হতে থাকে। বিশেষ করে ভাই কিংবা বোন যদি অনেকটাই ছোট হয় তাহলে বড় ভাই ও বোনরা অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন। ঠিক সেরকমই ভাইকে যত্ন করে পিঠে নিয়ে এক ছোট্ট ছেলেকে ভ্যান চালাতে দেখা যায়। নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও দেখলে চোখ ভিজতে পারে আপনারও।
ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছোট বয়সেই একটি ছেলের কাঁধে এসেছে সংসারের বোঝা। ব্যস্ত রাস্তায় মাল বোঝাই সাইকেল ট্রলি টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে তাকে। জিনিসপত্রে ঠাসা সেই ট্রলির ভার কম নয়। সঙ্গে আবার তার পিঠে রয়েছে ভাই। রুজি রোজগারের জন্য় ভ্যান চালানোর সময় তাকে খেয়াল রাখতে হয় ভাইয়েরও। তাই তো প্রতিদিন ভাইকে কাঁধে চাপিয়ে কাজে বেরোতে হয় তাকে। এমনই এক ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।
আমাদের দেশের অনেক শিশুদেরই পড়াশোনা তো দূরস্ত, ছোট বয়স থেকেই পেট চালাতে বের হতে হয় কাজে। রাস্তায় বেড়ে ওঠা শিশুরা বঞ্চিত হয় হাজারো সুযোগ-সুবিধা থেকে। এমনকী মা-বাবারা কাজে গেলে নিজেদের কাজের মাঝেই ভাইবোনেরও খেয়াল রাখতে হয় তাদেরই। সেই বাস্তব ছবিই যেন দেখা গিয়েছে সাম্প্রতিক ভিডিওতে। একে তো ছোট বয়সেই বেরতে হয়েছে উপার্জনের জন্য। তারপর আবার পিঠে ছোট ভাই। তবে সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে ভাইয়ের প্রতি কর্তব্যে অবহেলা করেনি ছোট্ট ছেলে।
ভিডিও টি thefeel_2 নামে একটি হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। অসংখ্য মানুষ ভিডিও টি দেখেছেন। এসেছে অজস্র মানুষের প্রতিক্রিয়া। বেশিরভাগ জনই ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যেমন এক নেটিজেন লিখেছেন, ‘কঠিন বাস্তব। যা রোজই এদেশের কত শিশুকে করে যেতে হচ্ছে।’