‘কাউকে ছাড়ব না’— ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক সহিংসতা ও নির্যাতনের জন্য দায়ীদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেন, “আমার প্রশাসন প্রত্যেক সেই ব্যক্তিকে খুঁজে বের করবে, যারা এই নৃশংসতায় জড়িত এবং রাজনৈতিক সহিংসতাকে উসকে দিয়েছে—তাদের অর্থায়নকারী সংগঠন, সহায়তাকারী এবং এমনকি বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যদের আক্রমণকারীরাও ছাড় পাবে না।”
তিনি আরও বলেন, “প্রতিদিন, বছরের পর বছর যাদের সঙ্গে দ্বিমত পোষণ করা হয় তাদেরকে দানব বানানোর ফলেই সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটছে। র্যাডিকাল বামপন্থী রাজনৈতিক সহিংসতায় অনেক নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে।”
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, “একজন আততায়ী চার্লি কার্ককে গুলি করে স্তব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছে। কারণ আমরা একসঙ্গে নিশ্চিত করব তার কণ্ঠ, তার বার্তা ও তার উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে।”
প্রসঙ্গত, বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ওরেমের একটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে চার্লি কার্কের ওপর হামলা চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাত্র ৩১ বছর বয়সী কার্ক ছিলেন ট্রাম্পের সক্রিয় সমর্থক এবং তিনি বারবার ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন।