কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

কাতার আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) লন্ডন থেকে চেয়ারপারসনকে নিয়ে রওনা করা হবে।
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদের মাধ্যমে দলটির মহাসচিবের নির্দেশে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, কাতার আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) লন্ডন থেকে চেয়ারপারসনকে নিয়ে রওনা করা হবে। তিনি (খালেদা জিয়া) ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)।
এর আগে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সভা শেষে গণমাধ্যমকে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চেয়ারপারসনের দেশে ফেরার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরায় ঢাকার বিমানন্দরে বাইরে অভ্যর্থনা জানাবে দলীয় নেতাকর্মীরা। এ লক্ষ্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘যৌথসভায় সিদ্ধান্ত এসেছে, নেতাকর্মীরা সড়কের দুই ধারে এক হাতে দলীয় পতাকা আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবে।’