International

কানাডায় মাঝআকাশে ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ভারতীয় পাইলট

টেক অফ এবং ল্যান্ডিং কিভাবে করা হয় সেই ট্রেনিংয়ের সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কানাডায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজন ভারতীয় পাইলট।

বৃহস্পতিবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত দুজনেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক অফ এবং ল্যান্ডিং কিভাবে করা হয় সেই ট্রেনিংয়ের সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটেছে কানাডার মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে। সেখানকার প্রেসিডেন্ট অ্যাডাম পেনার জানান, নিহত দুই ছাত্র বিমান ওড়ানো এবং নামানোর অনুশীলন করছিলেন। সিঙ্গল ইঞ্জিনের বিমানগুলোতে রেডিও সিস্টেম রয়েছে। কিন্তু বিমানের ভেতর থেকে অন্যদিক থেকে আসা বিমান সম্ভবত দেখতে পাননি দুই পাইলট। দুজনেই একই রানওয়েতে নামার চেষ্টা করেন। সে সময়েই এই ভয়াবহ বিপত্তি ঘটে।

দুটি বিমান ভেঙে পড়তেই মৃত্যু হয় প্রশিক্ষণ নেয়া দুই তরুণ পাইলটের। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় দুজনের লাশ। পরে জানানো হয়, তাদের মধ্যে একজন ভারতীয়। শ্রীহরি সুকেশ নামে ২৩ বছর বয়সী ওই ট্রেনি পাইলট কেরলের বাসিন্দা। কোচি থেকে কানাডায় পাড়ি দিয়েছিলেন পাইলট হওয়ার প্রশিক্ষণ নেয়ার জন্য। কিন্তু সেখানেই থেমে গেল তার স্বপ্নের উড়ান। সুকেশের সহপাঠী ২০ বছর বয়সী সাভানা মে রয়েসেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সুকেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কানাডার ভারতীয় কনসুলেট জেনারেল। শোকার্ত পরিবারের পাশে থেকে সবরকমের সাহায্যের আশ্বাসও দেয়া হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto