কানে গুলির লাগার পর প্রথমবার খোলা জায়গায় সমাবেশে আসছেন ট্রাম্প
প্রায় এক মাস পর আবার খোলা আকাশের নিচে নির্বাচনী সমাবেশে আসছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নর্থ ক্যারোলাইনায় সমাবেশটি হবে।
নর্থ ক্যারোলাইনায় একটি বিমান জাদুঘরে স্থানীয় সময় বিকেলে ওই সমাবেশ হবে। সমাবেশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিন ট্রাম্প যেখানে দাঁড়িয়ে ভাষণ দেবেন, সেই পোডিয়ামের চারপাশ বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ট্রাম্প শিবিরের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কাছেই আরেকটি বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে গুলি করা হয়। গুলি ট্রাম্পের কানে লাগে। সমাবেশে অংশ নিতে আসা ট্রাম্পের সমর্থক গুলিবদ্ধ হয়ে মারা যান।
ওই ঘটনার পর সিক্রেট সার্ভিস ট্রাম্পকে নিরাপত্তার কারণে বাইরে নির্বাচনী সমাবেশ আয়োজন বন্ধ রাখতে পরামর্শ দিয়েছিল।
গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প আরও প্রায় এক ডজন নির্বাচনী সমাবেশ করেছেন। কিন্তু সবই বদ্ধ জায়গায়। তবে ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন, তিনি খোলা জায়গায় সমাবেশ আয়োজন করতে চান।
গত ৩১ জুলাই পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বাইরে খোলা আকাশের নিচে নির্বাচনী সমাবেশ আয়োজনের আশা এখনো ছাড়িনি।’
আর কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি খোলা জায়গায় সমাবেশ আয়োজন করবেন। বলেন, ‘এবং সিক্রেট সার্ভিস তাদের নিরাপত্তা আয়োজন জোরদার করতে রাজি আছে। তারা এমনটা করতে খুবই সক্ষম।’
সিক্রেট সার্ভিস সাধারণত তাদের নিরাপত্তা আয়োজনের বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয় না। এএফপি থেকে তাদের কাছে ট্রাম্পের পোডিয়াম ঘিরে বুলেটপ্রুফ কাচ স্থাপন এবং নিরাপত্তা জোরদার করতে আর কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি।
৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।