International

কারাগারে লস্টপ্রফেটস গায়ক ওয়াটকিন্সের ওপর ছুরি হামলা

ইয়ান ওয়াটকিন্সছ

যুক্তরাজ্যভিত্তিক রক ব্যান্ড লস্টপ্রফেটসের সাবেক গায়ক ইয়ান ওয়াটকিন্সের ওপর কারাগারে হামলা হয়েছে। গতকাল শনিবার কারাবন্দী এ সংগীতশিল্পীকে ছুরিকাঘাত করা হয়।

ব্রিটিশ সংবাদপত্র মিররের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রকস্টার ইয়ান ওয়াটকিন্স ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েকফিল্ড (এইচএমপি ওয়েকফিল্ড) কারাগারে আছেন। তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে।

কারাগারের এক মুখপাত্র বলেন, ছুরিকাঘাতের এ ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে এ নিয়ে এখন বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন তিনি।
এক শিশুকে ধর্ষণচেষ্টাসহ বেশকিছু শিশু যৌন নিপীড়নের দায়ে ওয়াটকিন্সকে ২০১৩ সালে ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয় বছর প্যারোলে থাকতে হবে তাঁকে। তবে কারাদণ্ডের দুই–তৃতীয়াংশ শেষ হওয়ার পরই শুধু তিনি প্যারোলের জন্য উপযোগী বলে বিবেচিত হবেন।

ওয়াটকিন্সের বয়স যখন ২০-এর কোটায় ছিল, তখন বিশ্বজুড়ে তাঁর গানের লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়েছে। তাঁর গান শুনতে ভিড় করতেন হাজারো ভক্ত।

ওয়েলসভিত্তিক রকব্যান্ড লস্টপ্রফেটস মোট পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। এর মধ্যে একটি অ্যালবাম যুক্তরাজ্যে ১ নম্বর অ্যালবামের স্বীকৃতি পেয়েছিল। সেরা ১০ একক গানের তালিকায়ও ব্যান্ডটির দুটি গান আছে।

লস্টপ্রফেটস ব্যান্ড যুক্তরাষ্ট্রেও সাফল্য পেয়েছে। তাদের দ্বিতীয় এবং তৃতীয় অ্যালবাম যুক্তরাষ্ট্রে সেরা ৪০ অ্যালবামের তালিকায় নাম লিখিয়েছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button