কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি ‘আল-ইয়াসিন’ ১০৫ মিসাইল দিয়ে ইসরাইলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।
বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এ শাখাটি।
কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল-হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরাইলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়। যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে।
কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল-বালাহ শহরের পূর্বে আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে।