International

কিম জং-উনকে শুভেচ্ছা জানালেন শি জিনপিং

আজ (সোমবার), উত্তর কোরিয়ার ৭৬তম জাতীয় দিবস উপলক্ষ্যে, সেদেশের শীর্ষনেতা কিম জং-উনকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বার্তায় শি বলেন, বিগত ৭৬ বছর ধরে, কোরীয় ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে, দেশটির জনগণ ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতেও এ ধারা অব্যাহত ছিল।

শি জিনপিং বলেন, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব গভীর এবং সময়ের সাথে সাথে তা ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। চলতি বছর ‘চীন-উত্তর কোরিয়া মৈত্রী বর্ষ’ হিসেবে পালিত হচ্ছে। নতুন সময় ও নতুন পরিস্থিতিতে, চীন উত্তর কোরিয়ার সাথে কৌশলগত যোগাযোগ গভীরতর করতে; সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে; দু’দেশের ঐতিহ্যবাহী সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা, সুসংহত ও উন্নত করতে; এবং যৌথভাবে সমাজতান্ত্রিক চেতনা শক্তিশালী করে, দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতে আগ্রহী।

বার্তায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরও বেশি অবদান রাখার আগ্রহও প্রকাশ করেন শি জিনপিং।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button