International

কুরস্কে এখনও ৫০ হাজার রুশ সেনা আছে, দাবি জেলেনস্কির

কুরস্ক অঞ্চলে রুশ সেনার সংখ্যা এখন ৫০ হাজারে পৌঁছেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত ভাষণে এ কথা বলেন তিনি। সেনাবাহিনীর চলমান অভিযান অঞ্চলটিতে ৫০ হাজার রুশ সেনাকে ঠেকিয়ে রেখেছে বলে দাবি করেন তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, এই অভিযান ইউক্রেনের অভ্যন্তরে মস্কোর হামলার ক্ষমতা হ্রাস করছে। কিছু পশ্চিমা মিত্রের সংশয় থাকা সত্ত্বেও এ অঞ্চলকে আক্রমণের লক্ষ্য হিসেবেও উল্লেখ করেছেন জেলেনস্কি। মার্কিন অলাভজনক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার অনুসারে, আগস্টের শুরুতে যখন ইউক্রেন কুরস্কে আকস্মিকভাবে আগ্রাসন শুরু করে, তখন অঞ্চলটিতে রাশিয়ার সেনা সংখ্যা ছিল ১১ হাজার। তবে সেই সংখ্যা এখন বেড়েছে।

মস্কো তার সৈন্যদের ইউক্রেন থেকে প্রত্যাহার না করে বরং কুরস্কে সেনা সংখ্যা বাড়িয়েছে। সেই সঙ্গে পাল্টা আক্রমণের অংশ হিসেবে কুরস্কে উত্তর কোরিয়ার সেনাও মোতায়েন করেছে।

এদিকে সোমবার দোনেস্কের কুরাখোভ শহরের কাছে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত করার জন্য দু’পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করছে। এই অঞ্চল হয়ে রুশ সেনারা ধীরে ধীরে পোকরভস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে। যা ইউক্রেনীয় বাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button