Bangladesh

কোথায় গেলেন হাসিনা-রেহানা? 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি হেলিকপ্টারযোগে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। তবে পদত্যাগের পর হাসিনা-রেহানা কোথায় গিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

সংবাদমাধ্যমের একটি সূত্র বলছে, হেলকপ্টারযোগে ভারতে পৌঁছেছেন দুই বোন। ইতোমধ্যেই আগরতলায় অবতরণ করেছে তাদের হেলিকপ্টার। 

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে; আর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের দিল্লিতে। ধারণা করা হচ্ছে, দিল্লিতেই যাবেন হাসিনা ও রেহানা।

এদিকে, হাসিনার পদত্যাগের পর প্রধান প্রধান রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে বেলা পৌনে ৪টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।” 

একইসঙ্গে, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও তিনি নিশ্চিত করেন। 

সবাইকে সহিংসতা ও হানাহানি বন্ধ করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেছেন, “আপনারা আমাদের সময় দিন। আমাদেরকে সহযোগিতা করুন— আপনাদের সহায়তা পেলে আমরা সব শৃঙ্খলা ফিরিয়ে আনব।”

Show More

One Comment

  1. I was wondering if you ever considered changing the layout of your website?

    Its very well written; I love what youve got to say. But maybe
    you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having 1 or two images.

    Maybe you could space it out better?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button