USA

কোহেন ‘সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী’: আদালতে ট্রাম্পের আইনজীবী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌনকর্মীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগের মামলায় গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শেষ দিনের শুনানিতে ট্রাম্পের আইনজীবী আদালতকে বলেছেন, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ‘সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী’।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবী কোহেনের মাধ্যমে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। এই ঘুষ দেওয়ার কথা তিনি তাঁর ব্যবসায়িক নথিপত্রে গোপন রেখেছিলেন।

অভিযোগের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্টর্মি। সওয়াল-জবাবে পুরো ঘটনার খুঁটিনাটি বলেছেন তিনি। তবে বরাবর ট্রাম্প অভিযোগ অস্বীকার করে আসছেন।

কিন্তু কোহেন সব স্বীকার করে নিয়েছেন। আদালতকে তিনি বলেছেন, স্টর্মিকে ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের নির্দেশে তিনি নিজেই এ কাজ করেছিলেন। সবকিছু ট্রাম্প জানতেন। কোহেনের স্বীকারোক্তি ট্রাম্পের চ্যালেঞ্জ বাড়িয়ে তুলেছে।

এর আগে কোহেন আরও বলেছেন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষীসাব্যস্ত দেখতে চান তিনি।

কোহেনের এমন স্বীকারোক্তির প্রতি ইঙ্গিত করে গতকাল আদালতে ট্রাম্পের আইনজীবী টড ব্লানচে তোপ দাগেন। তিনি কোহেনকে ‘সন্দেহ করার মতো মানুষ’ বলে মন্তব্য করেন। বলেন, ‘সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী’ একজন মানুষ কোহেন।

টড ব্লানচে আদালতকে আরও বলেন, তথ্য গোপন কিংবা নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা ট্রাম্পের ছিল না।

এই মামলায় প্রায় ছয় সপ্তাহ ধরে সওয়াল–জবাব চলছিল। গতকাল তা শেষ হয়েছে। এখন জুরিরা তাঁদের মতামত জানাবেন। এরপর চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।

রায় ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি হবেন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট।

একই সঙ্গে ট্রাম্প হবেন ফৌজদারি অপরাধের দায় মাথায় নিয়ে বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া একজন প্রার্থী। কেননা, আগামী নভেম্বরে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন ৭৭ বছর বয়সী ট্রাম্প।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button