ক্যালিফোর্নিয়ায় ন্যূনতম মজুরি ঘণ্টা হলো ২০ ডলার
বিপুলসংখ্যক বাংলাদেশিসহ ৫ লক্ষাধিক অভিবাসী শ্রমিকের মজুরি বাড়লো ক্যালিফোর্নিয়া স্টেটে। ১ এপ্রিল সোমবার থেকে প্রতি ঘণ্টায় কমপক্ষে ২০ ডলার করে মজুরি নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল ১৬ ডলার করে। বাড়তি এ সুবিধা মূলত ফাস্টফুড রেস্টুরেন্টেই কার্যকর হয়েছে।
১ জানুয়ারি থেকে নিউইয়র্কে ন্যূনতম মজুরি ঘণ্টা হয়েছে ১৫ ডলার করে। পার্শ্ববর্তী নিউজার্সিতে ১৫.১৩ ডলার হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যূনতম মজুরি ঘণ্টা হচ্ছে ১৭ ডলার করে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ আনুষঙ্গিক মূল্যবৃদ্ধির কারণে মজুরি ঘণ্টা বৃদ্ধির ঘটনা স্টেটসমূহে ঘটলেও ফেডারেল মজুরি ঘণ্টা এখনও মাত্র ৭.২৫ ডলার করে। এ নিয়ে নানা সমালোচনা অব্যাহত থাকলেও কংগ্রেসের পক্ষ থেকে রহস্যজনক নিরবতা অবলম্বনের অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, সারাবিশ্বের শ্রমিকের ন্যায্য মজুরি নিয়ে যারা সোচ্চার, তারা কেন নিজ দেশের খেটে খাওয়া মানুষের মজুরি বাড়াতে পদক্ষেপ নিচ্ছেন না? এক্ষেত্রে ডেমক্র্যাট আর রিপাবলিকানরা একাকার। আর এই অবিশ্বাস্য রকমের বৈষম্য চলছে ২০০৯ সাল থেকে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরির শ্রমিকের সিংহভাগই হচ্ছেন অভিবাসীরা। ফাস্টফুড রেস্টুরেন্টে টিপসের ভাগ পেয়ে থাকেন এসব শ্রমিকরা। এজন্যই ফেডারেল সরকারের গুরুত্ব কম এ সেক্টরের সুযোগ-সুবিধার ব্যাপারে।