USA

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি একটি বনাঞ্চলে বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রবল বাতাসের কারণে দাবানলটি আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে সাড়ে তিন হাজারেরও বেশি ঘরবাড়ি ও কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিএনএনের।
মারিলোর আশপাশের শহরতলিতে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উদ্ধারকর্মীরা কমপক্ষে ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। দাবানলটি ৬২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রচ- বাতাস থাকায় নতুন নতুন এলাকার গাছপালা পুড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং জীবনহানির আশঙ্কাও রয়েছে। স্থানীয় গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর ভেনচুরার পূর্বাঞ্চলের জন্য ফেডারেল সরকারের কাছ থেকে দ্রুত সহায়তা চাই। স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের প্রধান ট্রেভর জনসন জানান, দাবানলটি অত্যন্ত তীব্র এবং ফায়ার ফাইটারদের জন্য সেখানকার পরিস্থিতিটি অত্যন্ত বিপজ্জনক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button