USA

ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে ভয়াবহ দাবানল

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত মোজাভে ন্যাশনাল প্রিজার্ভ পুড়ে ছাই হয়ে গেছে। মরুভূমির আগুন নেভাতে দমকলকর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবস্থা খুবই ভয়াবহ। কর্মকর্তারা বলছেন, এই দবানলে গোটা মরুভূমি পুড়ে ছাই হয়ে যাবে। আগুন ইতোমধ্যেই আভি কোয়া আমে বা স্পিরিট মাউন্টেন, জাতীয় স্মৃতিসৌধের অংশে পৌঁছে গেছে।

জাতীয় উদ্যানের কর্মকর্তারা এবং পরিবেশবিদরা জানিয়েছেন, দাবানলে পরিবেশের ব্যাপক পরিবর্তন হতে পারে। মোজাভে ন্যাশনাল প্রিজার্ভের ডেবরা হিউজন বলেন, ‘দেশীয় গাছপালার একটি বিশাল এলাকা হারিয়ে ফেলেছি আমরা। অনেক পিনিয়ন, জুনিপার জোশুয়ার গাছ চিরতরে হারিয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় ৮০ হাজার একরেরও বেশি এলাকা ভয়াবহ দাবানল জ্বলছে। সবচেয়ে বেশি জ্বলছে দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ায়। গত সোমবার  সন্ধ্যা হতেই আগুন নেভানোর চেষ্টা করা হলেও মঙ্গলবার সকালের মধ্যে ২৩ শতাংশ অঞ্চল পুড়ে যায়। কর্মকর্তারা আশঙ্কা করছেন এই দাবানল সহজে থামার নয়।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কত গাছ পুড়েছে এখনও নির্দিষ্ট নয়। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

ডেবরা হিউজন আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিবর্তনের কারণে এই মরুভূমি পুনরুদ্ধা করা সহজ নয়। পুড়ে যাওয়া এই বন পৃথিবীতে আবার ফিরে আসা প্রায় অসম্ভব হবে। মরুভূমিতে থাকা ওই গাছগুলোর জায়গায় ছোট গুল্ম এবং ঘাস দ্বারা প্রতিস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

মোজাভে মরুভূমিতে জন্মানো জোশুয়া গাছগুলো বিশ্বের অন্য কোথাও জন্মায় না। এই গাছগুলো দাবানলের কারণে বেশ ঝুঁকিতে রয়েছে। মোজাভে মরুভূমিতে ঠিক কী পরিমান গাছ পুড়ছে তা অনুমান করা সত্যিই কঠিন এবং কী পরিমান গাছ সেখানে রয়েছে তাও জানা নেই বলে জানান হিউসন। জাতীয় সংরক্ষণে ২০০ টিরও বেশি বিরল গাছপালা রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button