ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১ বিলিয়ন ডলার জরিমানা ট্রাম্পের

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ১ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টিতে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, একই অভিযোগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। তবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে তার পাঁচগুণ বেশি জরিমানা করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১০ টি ক্যাম্পাস তত্ত্বাবধানকারী প্রেসিডেন্ট জেমস মিলিকেন বলেছেন, শুক্রবার ট্রাম্পের দাবির বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এটি পর্যালোচনা করা হচ্ছে। আরও বলেছেন, এই পরিমাণ জরিমানায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় সম্পূর্ণ ধস নেমে আসবে। ট্রাম্পের জরিমানা নিয়ে প্রশ্ন করা হলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন, আমরা মামলা করবো। এসময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে একাডেমিক স্বাধীনতা দমন করার চেষ্টার অভিযোগ করেন।
আরও বলেছেন, আমরা যদি তার নির্দেশ পালন না করি তাহলে তিনি আমাদেরকে ১ বিলিয়ন ডলার জরিমানা করে চাঁদাবাজির হুমকি দিয়েছেন। জানা গেছে, সরকার ওই অর্থ কিস্তিতে চায়। এছাড়া ইহুদি ছাত্রদের ক্ষতিপূরণের জন্য ১৭২ মিলিয়ন ডলার প্রদানের দাবিও করা হয়েছে।