Science & Tech

ক্রোম ব্রাউজার হ্যাক হতে পারে, সতর্কতা জারি

সতর্কতা জারি করছে গুগল ক্রোম ব্যবহারকারীদের ওপর। গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে।

এমনকি হ্যাক হতে পারে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর ফোন, ল্যাপটপ ও কম্পিউটার। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিআরটি-ইন লাখ লাখ গুগল ক্রোম ইউজারদের উদ্দেশ্যে তারা বলেছে, সাবধান, বড়সড় ঝুঁকি রয়েছে।

সিআরটি-ইনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং ভি৮-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা।

এই ফাঁকগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারকে বিশেষভাবে তৈরি ওয়েবপৃষ্ঠায় যেতে রাজি করিয়ে নিতে পারে অনায়াসে।’ চলতি বছরের শুরুতেই এই সমস্যাগুলো সামনে এসেছিল কিন্তু সমাধান হয়নি।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল বোধহয় সমাধান খুঁজেই পাচ্ছে না। নাহলে এত দেরি হবার আর কী কারণ থাকতে পারে? যাইহোক, হ্যাকাররা গুগল ক্রোম ব্যবহার হয় এমন সিস্টেমে খুব সহজেই নিজেদের কোড চালান করে দিতে পারে। সোজা কথায়, হ্যাকাররা যদি সিটেমের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই সমস্যাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা শিকারকে ক্ষতিকারক ওয়েবসাইটে যেতে বাধ্য করতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ক্রোম ইউজারদের কী করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ইউজার যদি উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ক্রোম ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করতে হবে নিম্নলিখিত ভার্সনগুলো যেন সিস্টেমে না চলে। সেগুলি হল –

উইন্ডো এবং ম্যাকের জন্য 130.0.6723.69/.70-এর আগের Google Chrome ভার্সন। লিনাক্সের জন্য 130.0.6723.69-এর আগের Google Chrome ভার্সন।

গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট: নিরাপত্তার জন্য গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। সেটা উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, যাই হোক না কেন। এর জন্য প্রথমে ক্রোমের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে যেতে হবে সেটিংসে। তারপর অ্যাবাউট অপশনে ক্লিক করে ক্রোম আপডেট করতে হবে।

লেটেস্ট ভার্সন আপডেট করলে কী কী নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে, তারও একটি তালিকা দিয়েছে গুগল। যাই হোক, সিস্টেমের নিরাপত্তা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে গুগল ক্রোম আপডেট জরুরি। এর সঙ্গে সিস্টেমে থাকা সফটওয়্যারগুলোরও নিয়মিত আপডেট করা উচিত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button