Trending
খরায় বছরে বৈশ্বিক ক্ষতি ৩০ হাজার কোটি ডলার
খরার কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বিষয়টি নিয়ে দেশগুলোকে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, খরার কারণে ইতিমধ্যে বছরে ৩০ হাজার ৭০০ কোটি ডলারের মতো ক্ষতি হচ্ছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৭৫ শতাংশ মানুষ খরার কারণে ক্ষতিগ্রস্ত হবে।
খরার প্রধান কারণ হিসেবে পরিবেশ ধ্বংসের বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের মেরুকরণ মোকাবিলা সনদের অধীনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে এ-সংক্রান্ত অধিবেশন। গতকাল অধিবেশনের দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ।