খরায় শুকিয়ে কাঠ ফিলিপাইন, জেগে উঠেছে শতাব্দি প্রাচীন নগরী
৩০০ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগরী আবারও জেগে উঠছে ফিলিপাইনে। তাপ বৃদ্ধির কারণে তীব্র খরার ভুগছে ফিলিপাইনের কিছু অংশ। দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধও শুকিয়ে গেছে। আর সেই বাঁধের এলাকাতেও ওই হারিয়ে যাওয়া নগরটি জেগে উঠেছে।
১৯৭০-এর দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় পান্তাবাঙ্গান নগরটি পানিতে তলিয়ে যায়। আবহাওয়া শুষ্ক ও গরম থাকলে এই শহরটি মাঝেমধ্যে জেগে ওঠে। তবে সেটি খুবই বিরল ঘটনা। বাঁধ দেখাশোনার দায়িত্বে থাকা ফিলিপাইনের রাষ্ট্রীয় সংস্থা প্রকৌশলী মারলন পালাদিন জানিয়েছেন, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হয়েছিলো, তবে এবারের মতো এতোটা দৃশ্যমান আগে কখনো হয়নি।
সত্তরের দশকে নির্মিত এই জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা ২২১ মিটার। তবে এখন পানির স্তর প্রায় ৫০ মিটার নেমে গেছে।
ফিলিপাইনের প্রায় অর্ধেক এলাকায় এখন তীব্র খরা চলছে। অনেক এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।