Bangladesh

খুব শীঘ্রই রাজনৈতিক খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশের? দাবি ওয়ান ইন্ডিয়ার

বেশ কয়েকমাস হয়ে গিয়েছে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা! গেল কয়েকমাসে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেও ভারতের কাছে ইতিমধ্যে আবেদনও জানিয়েছে বাংলাদেশ। শুধু শেখ হাসিনাই নন, তাঁর মন্ত্রিসভায় থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধও মামলা দেওয়া হয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরাও। তবে সেই সংখ্যা অনেকটাই কম।
আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী। অনেকেই বলছেন, ফের ঘুরবে হাওয়া!
বাংলাদেশের নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ। আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সে দেশের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা। দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ালী লীগকে অক্সিজেন জোগাবে বলেই মত রাজনৈতিকমহলের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button