Bangladesh

গণঅভ্যুত্থানে শহীদের চূড়ান্ত তালিকা প্রণয়নে বিশেষ সেল গঠন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। রোববার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সরকার শহীদদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহীদদের নামের তালিকা www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd  পেজ দুটিতে প্রকাশ করেছে। 
এতে বলা হয়, ‘গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিহত বা নিখোঁজ হয়েছেন; বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন; আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মারা গেছেন, কিন্তু তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি– এমন ব্যক্তির নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।’

এতে জানানো হয়, সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণসহ তাঁর পরিবারের সদস্য বা আত্মীয়কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন করতে হবে। ১২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন সরাসরি এই ঠিকানায় (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টো রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে। আবেদন muspecialcel36@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button