Trending
গত বছর বৈশ্বিক কার্বন নিঃসরণ কমেছে: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা
সৌরশক্তি, বায়ু-শক্তি ও পারমাণবিক শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ায় এবং বৈদ্যুতিক গাড়িসহ প্রযুক্তির দ্রুত অগ্রগতির কল্যাণে ২০২৩ সালে বৈশ্বিক জ্বালানি-সংশ্লিষ্ট কার্বন ডাই অক্সাইডের নির্গমনের বৃদ্ধির হার ২০২২ সালের তুলনায় কমেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা গেছে।
‘২০২৩ সালে কার্বন ডাই-অক্সাইড নির্গমন’ শিরোনামে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌর, বায়ু, পারমাণবিক শক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের ক্রমাগত সম্প্রসারণ মানবজাতিকে আরও জীবাশ্ম জ্বালানি ব্যবহার এড়াতে সহায়তা করছে।
পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি না থাকলে, বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমন গত পাঁচ বছরে তিনগুণ বেড়ে যেত বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।