International

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, প্রকৃত অর্থে এর চেয়ে অনেক বেশি মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার প্রথম ৯ মাসে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রায় ৪১ শতাংশ বেশি। শুরু থেকে এই যুদ্ধে কত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, তা নিয়ে বিতর্ক চলছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৩০ জুন পর্যন্ত আগের ৯ মাসে উপত্যকাটিতে যুদ্ধে ৩৭ হাজার ৮৭৭ জন নিহত হয়েছেন। কিন্তু ল্যানসেট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, একটি অনলাইন জরিপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুর সংবাদের ভিত্তিতে ‘ক্যাপচার-রিক্যাপচার’ পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে দেখেছে, যুদ্ধের প্রথম ৯ মাসে গাজায় প্রায় ৫৫ হাজার ২৯৮ থেকে ৭৮ হাজার ৫২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ল্যানসেটের অনুমান অনুযায়ী, গাজায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ২৬০ জন হওয়ার অর্থ হলো, উপত্যকাটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় ২ দশমিক ৯ শতাংশ মানুষ মারা গেছেন। অন্য কথায়, প্রায় প্রতি ৩৫ জনের একজন মারা গেছেন।

এদিকে পোল্যান্ড সরকার বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করেছে যাতে সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের পোল্যান্ডে মুক্তভাবে ভ্রমণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ অন্য কর্মকর্তারা নিরাপদে দেশটি ভ্রমণ করতে পাবেন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অগ্নিসংযোগ করেছে দখলদার ইসরায়েলি বসতির বাসিন্দারা। খবর আলজাজিরা ও রয়টার্সের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button