গাজায় বেকারত্বের হার ৮০ শতাংশের কাছাকাছি: জাতিসংঘ
ইসরাইলি ক্রমাগত হামলায় ভয়াবহ বিপর্যয়ের মুখে গাজাবাসী। উপত্যকাটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। বিশেষ করে গাজায় বেকারত্বের হার ‘বিস্ময়কর’ হারে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র তথ্য বলছে, গাজায় ইসরাইলের হামলার পর থেকে গত আট মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১ শতাংশে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
খবরে বলা হয়েছে, গাজায় ইসরাইল হামলা শুরু করার পর থেকে গত আট মাসের তথ্যের ভিত্তিতে বেকারত্বের এমন পরিসংখ্যান দিয়েছে আইএলও। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, গাজার পাশাপাশি পশ্চিম তীরেও বেকারত্ব ভয়াবহ উচ্চতায় পৌঁছেছে। সেখানে গত কয়েক মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩২ শতাংশে। এছাড়া গত আট মাসে পুরো ফিলিস্তিনের বেকারত্বের হার ৫০ দশমিক ৮ শতাংশ বলে তথ্য দিয়েছে আইএলও। যারা বিভিন্ন কারণে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন তাদেরকে এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেক্ষেত্রে বেকারত্বের সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ওই সংস্থাটি।
যুদ্ধপরিস্থিতির মধ্যে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে বলে বার বার সতর্ক করেছে জাতিসংঘ।
উপত্যকাটির পুরো অঞ্চলেই ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরাইল। এতে সেখানের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কর্মসংস্থান অনেকটাই সংকুচিত। চাকরি হারা ফিলিস্তিনের হাজার হাজার শ্রমজীবী মানুষ। আইএলও বলছে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় গাজাবাসীর ভবিষ্যৎও পুরোপুরি অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছে।