International

গাজার পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনাচার’ বললেন জাতিসঙ্ঘ প্রধান

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস গাজার জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনাচার’ হিসেবে বর্ণনা করেছেন।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুতেরেস বলেছেন, গাজার পরিস্থিতি সম্পূর্ণ অনাচারের পরিস্থিতি হয়ে উঠেছে। গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা -সহ বেশিরভাগ ট্রাকগুলো এখন লুট করা হচ্ছে। কারণ এটি এমন একটি যুদ্ধ যা অন্য যেকোনো যুদ্ধের থেকে আলাদা।

‘অধিকাংশ অঞ্চলে কোনো কর্তৃত্ব নেই’ এবং ‘গাজায় সম্পূর্ণ বিশৃঙ্খলা’ বিরাজ করছে বলে তিনি জানান।

এর কারণ হিসেবে তিনি ইসরাইলকে দোষারোপ করে বলেন, ইসরাইল এমনকি তথাকথিত নীল পুলিশকেও আমাদের কনভয়গুলোকে এসকর্ট করার অনুমতি দেয় না কারণ এটি স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত একটি স্থানীয় পুলিশ।

তিনি বলেন, এই সব কারণে গাজার মধ্যে সাহায্য বিতরণ করা ‘অত্যন্ত কঠিন’ করে তুলেছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ই্সরাইলি হামলায় আরো ৩৫ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৩১ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৮৫ হাজার ৬৫৩ জন ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button