USA

গুগল মানচিত্রে ‘গালফ অব মেক্সিকো’ এখন ‘গালফ অব আমেরিকা’

যুক্তরাষ্ট্রে গুগলের মানচিত্র ব্যবহারকারীরা এখন ‘গালফ অব মেক্সিকো’র (মেক্সিকো উপসাগর) জায়গায় ‘গালফ অব আমেরিকা’ (আমেরিকা উপসাগর) দেখতে পাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ মেনে স্থানীয় সময় সোমবার থেকে এই পরিবর্তন এনেছে গুগল।

একটি ব্লগ পোস্টে এই প্রযুক্তি প্রতিষ্ঠান বলেছে, যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের মানচিত্র ব্যবহারকারীরা গালফ অব মেক্সিকোর পুরোনো ও নতুন দুই নামই দেখা যাবে। অন্যান্য বিতর্কিত জায়গার ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করে থাকে প্রতিষ্ঠানটি।

গুগল বলেছে, যুক্তরাষ্ট্রে যাঁরা গুগলের মানচিত্র ব্যবহার করছেন, তাঁরা গালফ অব আমেরিকা দেখবেন। মেক্সিকোর লোকজন গালফ অব মেক্সিকো দেখবেন। এই দুই দেশের বাইরের সবাই দুই নামই দেখতে পাবেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। একই সঙ্গে আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া ডেনালির আগের নাম মাউন্ট ম্যাককিনলি করেন তিনি।

২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আলাস্কার এই পর্বতচূড়ার নাম ডেনালি করেছিলেন। কয়েক শতক ধরে সেখানকার আদি বাসিন্দারা পর্বতটির এই নাম ব্যবহার করে আসছেন।

ট্রাম্প পর্বতচূড়াটির নাম পরিবর্তন করায় আলাস্কার আদিবাসী জনগোষ্ঠীগুলো এর সমালোচনা করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে এই নাম বহালের দাবি করে আসছিলেন। এ ছাড়া গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক বিরোধ তৈরি হয় ট্রাম্প প্রশাসনের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto