গুগল ম্যাপে বাড়ির ঠিকানা বদলাতে যে কৌশল নেবেন
আমরা বেড়াতে দেশের বিভিন্ন জায়গায় যাই। অচেনা জায়গায় যেতে বা প্রথমবারের মতো কোথাও যেতে সাধারণত ব্যবহার করা হয় গুগল ম্যাপ বা অন্য কোনো ম্যাপ।
গুগল ম্যাপে অনেকেই ব্যক্তিগত নানা তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট।
প্রযুক্তি উপকারী বটে, তবে তাকে সবক্ষেত্রে সবজান্তার মর্যাদা দিলে প্রতি পদে পদে গোলযোগের শঙ্কা রয়েছে।
এতকিছু পাবলিক করাতে আপনি বিপদে পড়তে পারেন যেকোনো মুহূর্তে। এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা।
গুগল ম্যাপসে একাধিক নিফটি ফিচার্স রয়েছে যার সাহায্যে ইউজার তার বাড়ি এবং কাজের জায়গার ঠিকানা যোগ বা পরিবর্তন করতে পারেন। এর ফলে সার্চ বারে আর আলাদা করে টাইপ করার দরকার পড়বে না।
যারা গুগল ম্যাপস নতুন ব্যবহার করছেন, নতুন চাকরিতে যোগ দিয়েছেন কিংবা অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন, তাদের বাড়ি বা কাজের ঠিকানা যোগ বা পরিবর্তনের জন্য কী করতে হবে জেনে নিন-
১. মোবাইলে গুগল ম্যাপস অ্যাপ খুলে উপরের ডানদিকে প্রোফাইল পিকচার বাটনে ক্লিক করতে হবে।
২. এখানে পাওয়া যাবে সেটিংস অপশন। তাতে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। এর মধ্যে থেকে ‘এডিট হোম অর ওয়ার্ক’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘এডিট হোম’ অপশন বাছতে হবে। লিখতে হবে বাড়ির ঠিকানা। একইভাবে কাজের ঠিকানা এডিট করতে হবে।
৪. এই সময় গুগল ম্যাপস তিনটি অপশন দেবে। বর্তমান অবস্থান ব্যবহার করুন, ঠিকানা টাইপ করুন অথবা মানচিত্র থেকে অবস্থান বেছে নিন।
৫. এই তিনটি অপশন থেকে যে কোনো একটি বেছে নিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে।
৬. সেটিংসে না ঢুকেও বাড়ি বা কাজের জায়গার ঠিকানা বদল করা যায়। এর জন্য ‘সেভড’ বিভাগে যেতে হবে। এখান থেকে থ্রি ডট মেনুতে গিয়ে ঠিকানা বদল করতে পারবেন ইউজার।