গুনগুন করে গান গাইলে সেই গানের নাম বলে দেবে জেমিনি

পুরোনো দিনের গানের সুর জানা থাকলেও সেই গানের কথা বা শিল্পীর নাম অনেকেই ভুলে যান। এর ফলে অনলাইনে গানটি খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন ভয়েস–সুবিধা চালু করেছে গুগল। ভয়েস–সুবিধা চালু করে গুনগুন করে গান গাইলে সেই গানের নাম বলে দেবে জেমিনি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, গুনগুন করে গান গেয়ে গানের নাম জানার জন্য জেমিনির অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন ভয়েস–সুবিধা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এখন কেবল ‘হোয়াট সং ইজ দিস?’ প্রশ্ন করলেই জেমিনি একটি নতুন ইন্টারফেস দেখাবে। এরপর পছন্দের গানের সুর গুনগুন করে গাইলে বা গানের সুর শোনালে জেমিনি অনলাইন থেকে গানের নাম শনাক্ত করে জানাবে।
গানের সুর শুনে গান শনাক্ত করার প্রযুক্তি নতুন নয়। ২০২০ সালের অক্টোবরে গুগল চালু করেছে ‘হাম টু সার্চ’ নামের একটি সুবিধা। নতুন করে জেমিনিতে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় আগের সেই ব্যবস্থাকে আরও নিখুঁত ও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে।
গানের নাম খোঁজার জন্য দীর্ঘদিন ধরেই আইফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য একটি মাধ্যম হচ্ছে শাজাম অ্যাপ। অ্যাপটি চালু করে নতুন বা পরিচিত কোনো সুর শোনালেই দ্রুত গানের নাম জানা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পছন্দের গানের নাম জানতে পারেন। এবার সেই প্রযুক্তিকে আরও সহজ করল জেমিনি।