Michigan

গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি যুবক নিহত,আহত ২

গুলিবিদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে আব্দুল আহাদ (২৪) নামে এক কর্মজীবী যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন দোহাল গ্রামে। তিনি মিশিগানের ডেট্রয়েট সিটিস্থ মেগডুগাল এলাকায় বসবাসরত জনৈক সফিক আহমদের সন্তান। একই সময় আরও ২ জন আহত হন।

জানা গেছে, গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন মাসুম আহমেদের অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।গতকাল রবিবার সন্ধ্যার পর সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটিস্থ জেইন পার্ক এলাকায় আহাদ গুলিবিদ্ধ হন।

এদিকে এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ ভিনদেশি নাগরিকদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে।তবে এমন নৃশংস ঘটনার পেছনে আরও গভীর কারণ অনুসন্ধানে নানান সূত্র নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে এমন মৃত্যু নিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে লোকমুখে নানান কথা চাউর হচ্ছে। লোকমুখে জানা যাচ্ছে, এক গাড়ির সাথে অপর গাড়ির সংঘর্ষ সংক্রান্ত সৃষ্ট জটিলতার জের ধরে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যদিও তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কোন পক্ষ মুখ খুলে এ নিয়ে মতামত ব্যক্ত করা থেকে বিরত রয়েছে।

এদিকে পরদিন সোমবার মিশিগানের নূর মসজিদে নিহত আব্দুল আহাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত প্রবাসী। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।মঙ্গলবার মিশিগানের একটি কবরস্থানে নিহত আহাদের দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto