গোয়াদর বন্দরে বড় হামলা ভণ্ডুল করল পাকিস্তান, নিহত ৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে অজ্ঞাত বন্দুকধারীরা অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে আট হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেলটি।
গোয়াদারের ডেপুটি কমিশনার এবং পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গোয়াদর আরব সাগরের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট যা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। গভীর জলের বন্দরটি বহু বিলিয়ন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) মূল চাবিকাঠি, যা সড়ক ও শক্তি প্রকল্পকেও অন্তর্ভুক্ত এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ।
চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে, যার মধ্যে গোয়াদরের উন্নয়নও রয়েছে। এই অঞ্চলে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।