গ্রহেরও লেজ আছে: অদ্ভুত আবিষ্কারে তোলপাড় বিজ্ঞানজগৎ
অনেক পশুপাখির লেজ আছে। লেজ আছে ধূমকেতুরও। কিন্তু গ্রহদের লেজ থাকতে পারে, এমনটা কখনো শোনা যায়নি। কিন্ত বিজ্ঞানীরা এবার এমনই এক গ্রহ আবিষ্কার করেছেন, যার লেজ আছে!
সৌরজগতের বাইরের এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ওয়াসপ-৬৯ বি।
গ্রহটির লেজ প্রায় ৫ লাখ ৬৩ হাজার কিলোমিটার দীর্ঘ। যেটা অনেকটা ধূমকেতুর লেজের মতো দেখতে। এই অদ্ভুত আবিষ্কারে বিজ্ঞানীরা বেশ বিস্মিত।
লেজের কারণ কী?
বিজ্ঞানীরা মনে করছেন, ওয়াসপ-৬৯ বি গ্রহটির বায়ুমণ্ডল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
এর বাইরের স্তরের হালকা গ্যাস, যেমন হাইড্রোজেন ও হিলিয়াম, সময়ের সঙ্গে সঙ্গে গ্রহ থেকে বেরিয়ে যাচ্ছে। তবে এই গ্যাসগুলো চারপাশ থেকে সমানভাবে বেরিয়ে না গিয়ে, একটি নির্দিষ্ট দিক থেকে বেশি বেরিয়ে আসায় লেজের মতো আকৃতি দেখা যাচ্ছে।
কোথায় অবস্থিত এই গ্রহ?
ওয়াসপ-৬৯ বি গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি একটি গ্যাসীয় দৈত্য গ্রহ, যা তার নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করছে।
এই কারণে গ্রহটি অত্যন্ত গরম।
নাসার মতে, গ্রহটির হোস্ট বা মাতৃ নক্ষত্র তার বায়ুমণ্ডলের গ্যাস শোষণ করে নিচ্ছে। একই সঙ্গে নাক্ষত্রিক বায়ুপ্রবাহ গ্রহটির গ্যাসকে লেজ আকারে মহাকাশে ছড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ড্যাকোটাহ টাইলারের মতে, নাক্ষত্রিক বায়ুপ্রবাহ না থাকলে গ্রহটির গ্যাস সমানভাবে ছড়িয়ে যেত। কিন্তু এই প্রবাহের কারণেই গ্যাস কণা গ্রহের পেছনে লেজের মতো ভাসছে।
গ্রহটির লেজ তার নিজ ব্যাসার্ধের সাড়ে সাত গুণের বেশি প্রসারিত। এমনকি লেজটি আরও দীর্ঘ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ ধরনের লেজ যেমন আকর্ষণীয়, তেমনি এর থেকে এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়।
ওয়াসপ-৬৯ বি গ্রহের লেজ আমাদের মহাবিশ্বের জটিলতা ও সৌন্দর্যের আরেকটি উদাহরণ। এর মতো অদ্ভুত বৈশিষ্ট্যের গ্রহগুলো মহাকাশ সম্পর্কে আমাদের জানার পরিধি আরও বিস্তৃত করতে সাহায্য করছে। গ্রহের লেজের এই রহস্য ভবিষ্যতে আরও নতুন আবিষ্কারের পথ দেখাবে।