Bangladesh

চাঁদা না পেয়ে রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ধারণ করা। আর ঘটনাটি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকের। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটিতে যাকে হামলা করা হয় তিনি স্থানীয় ব্যবসায়ী ও এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশাম। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় কমিটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুও আহত হয়েছেন। তবে তিনি গাড়িতে থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তার অভিযোগ- চাঁদা না দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ধারণ করা। আর ঘটনাটি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকের। 

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, মাস্ক পরা ১০-১২ জন যুবক রামদা ও চাপাতি দিয়ে এহতেশামকে রাস্তায় ফেলে প্রকাশ্যে উপর্যুপরি কোপাচ্ছে। সে সময় রাস্তাও ছিল বেশ ফাঁকা। দুয়েকটি গাড়ি চললেও কোপানোর দৃশ্য দেখে যানবাহনগুলো দ্রুত সেখান থেকে চলে যায়।

পুলিশ জানায়, ওইদিন রাতে মার্কেট থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা প্রথমে সভাপতি দিপুর গাড়িতে হামলা চালায়। গাড়ি ভাঙার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। তবে গাড়ির জানালার কাঁচ ভেঙে তিনি পায়ে আঘাত পান।  এর পরপরই দুর্বৃত্তরা এহতেশামকে পেয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে। 

হামলায় আহত সভাপতি ওয়াহিদুল হাসান দিপু বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করছিল। সেই বিরোধের জেরেই এ হামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারেক লতিফ বলেন, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়ী দ্বন্দ্ব এবং চাঁদাবাজি এই তিনটি বিষয়কে মাথা রেখে তদন্ত করছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button