চাঁদের অজানা অংশে অগ্নেয়গিরির শিলার সন্ধান
চাঁদের অদেখা অংশ নিয়ে বরাবরই রহস্যে আচ্ছন্ন ছিল বিজ্ঞানীরা। এবার সেই অজানা অংশ থেকে নমুনা সংগ্রহ করে যুগান্তকারী আবিষ্কারের দাবি করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। চাঁদের এই অংশে আগ্নেয়গিরির শিলা খুঁজে পাওয়ার বিষয়টি গ্রহ ও উপগ্রহবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।
চীনের নেতৃত্বে চালানো গবেষণার অংশ হিসেবে, চাঁদ থেকে সংগৃহীত নমুনার রেডিওমেট্রিক ডেটিং পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, প্রায় ৪২০ কোটি বছর আগে এক বিশাল অগ্ন্যুৎপাতের ফলে এসব আগ্নেয়শিলা গঠিত হয়েছিল। গবেষণায় আরও উঠে এসেছে, ২৮৩ কোটি বছর আগে আরও একটি অগ্ন্যুৎপাত ঘটেছিল, যার নিদর্শন এখনও চাঁদে টিকে আছে। এসব তথ্য আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার অ্যান্ড সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। চাঁদের অন্যদিকের এই রহস্য উদঘাটনে চীন গত মে মাসে ‘চেংই ৬’ মিশন পরিচালনা করে। এই ল্যান্ডার যান চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় দুই মাস ধরে নমুনা সংগ্রহ করে এবং তা পৃথিবীতে নিয়ে আসে। চাঁদের এ অংশটি বরাবরই গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ পৃথিবী থেকে এই অংশটি দেখা সম্ভব নয়।
চীনের ইনস্টিটিউট অব জিওলজি ও জিওফিজিকসের অধ্যাপক কিউলি লি বলেছেন, এটি এক অভূতপূর্ব গবেষণা যা চাঁদের ইতিহাস এবং সামগ্রিক গ্রহবিজ্ঞানের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে।
পৃথিবীর দিকে চাঁদের দৃশ্যমান অংশের তুলনায় অন্যদিকের তথ্য বেশ সীমিত। তবে এবার এই গবেষণা সেই শূন্যস্থান পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। চাঁদের অজানা অংশে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট শিলা এবং অগ্ন্যুৎপাতের এমন প্রমাণ ভবিষ্যতে চাঁদে আরও গবেষণা এবং নতুন মিশনের পথ উন্মুক্ত করবে।