চাঁদের পাশে ভেনাসের দুর্লভ দৃশ্য
আকাশে দেখা মিলল এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের। বাঁকা চাঁদের পাশে ভেনাস উজ্জ্বল আকারে ধরা দেয় যা তারাভক্তদের মুগ্ধ করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, এবং চীনসহ বিভিন্ন স্থানে খোলা আকাশ এবং কম আলোদূষণের কারণে এটি খালি চোখেও স্পষ্ট দেখা গেছে। বহু তারাভক্ত এই দুর্দান্ত মুহূর্তের ছবি ধারণ করেছেন।
ভেনাস, যাকে প্রায়ই সকাল বা সন্ধ্যার তারা বলা হয়, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থানের কারণে এটি রাতের আকাশে উজ্জ্বলতার জন্য বিখ্যাত। তবে চাঁদের সঙ্গে ভেনাসের এমন ঘনিষ্ঠ অবস্থান খুব বিরল, যা শুক্রবারের দৃশ্যকে বিশেষ করে তুলেছিল।
শুধু ভেনাস নয়, জানুয়ারির পুরো মাসজুড়ে তারাভক্তদের জন্য রয়েছে আরও চমকপ্রদ মহাজাগতিক প্রদর্শনী। কোয়াড্রেন্টিড উল্কাবৃষ্টি: জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত আকাশে দেখা যাবে এই উল্কাবৃষ্টি। মার্স অপজিশন: জানুয়ারির ১৬ তারিখে মঙ্গল গ্রহ সরাসরি পৃথিবীর বিপরীতে অবস্থান করবে, যা খালি চোখেই দেখা যাবে। পাঁচ গ্রহের সঙ্গম: জানুয়ারির ২১ তারিখে রাত ৯টার পর আকাশে একসঙ্গে দেখা যাবে শনি, ভেনাস, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গল। এর মধ্যে ইউরেনাস দেখতে টেলিস্কোপ বা খুব অন্ধকার পরিবেশ প্রয়োজন হবে।
যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপপরিচালক ড. রবার্ট ম্যাসি তারাভক্তদের উদ্দেশ্য বলেন, আলোদূষণ থেকে দূরে গিয়ে আকাশ দেখার চেষ্টা করুন। সূর্যাস্তের পর অন্তত ১৫ মিনিট অন্ধকারে থাকুন যাতে চোখ আকাশের সঙ্গে অভ্যস্ত হতে পারে। আবহাওয়া ভালো থাকলে এই দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া করবেন না, এটি নতুন বছরের এক দারুণ উপহার।