Science & Tech
চাঁদে নামল ব্লু ঘোস্ট

চাঁদে নেমেছে বেসরকারি মহাকাশযান ব্লু ঘোস্ট। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের বিশাল খাদ সি অব ক্রাইসিসে অনুসন্ধান চালাবে এটি।
এ যানটি পৃথিবী ছাড়ে গত ১৫ জানুয়ারি। মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এরোস্পেসের পাঠায় চন্দ্রযানটিকে।
এ নিয়ে দ্বিতীয় কোনো বাণিজ্যিক যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলো।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখন বেসরকারি অনেক কোম্পানির সঙ্গে যৌথভাবে মহাকাশে অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে এ বেসরকারি যান পৃথিবীর একমাত্র উপগ্রহে সফলভাবে অবতরণ করলো।
আরেকটি কোম্পানি, ইনটুইটিভ মেশিনের মহাকাশযান এথেনা আগামী কয়েকদিনের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বলে আশা করা হচ্ছে।
ইনটুইটিভই হচ্ছে প্রথম বেসরকারি কোম্পানি যারা চাঁদে যান পাঠিয়েছিল। তাদের মহাকাশযান ওডিসি গত বছরে ২২ ফেব্রুয়ারি উপগ্রহটির বুকে নামে।