চাঁদে বড় গুহার খোঁজ পাওয়া গেছে
সম্প্রতি ইতালির একদল বিজ্ঞানী চাঁদে একটি গুহার খোঁজ পাওয়ার দাবি করেছেন। এই গুহায় ভবিষ্যতে মহাকাশচারীদরা থাকতে পারবেন কিংবা হতে পারে হোটেলও।
অ্যাপোলো ১১ নভোযানের অবতরণ স্থলের ৪০০ কিলোমিটার দূরে সি অব ট্রাঙ্কুয়ালিটি নামক স্থানে গুহাটির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, আকারে বেশ বড় হওয়ায় মহাকাশচারীরা সহজেই সেখানে থাকতে পারবেন। চাঁদে বড় গুহার খোঁজ পাওয়ার বিষয়ে ইতালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লিওনার্দো কেরার ও লরেঞ্জো ব্রুজজোন জানিয়েছেন, চাঁদের বুকে থাকা গুহার তথ্য ৫০ বছরের বেশি সময় ধরে অজানা ছিল।
নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে চাঁদের গুহা সম্পর্কে একটি গবেষণা প্রকাশিত হয়। নাসার লুনার রিকনেসেন্স অরবিটারের রাডার ব্যবহার করে এই গুহার সন্ধান পাওয়া যায়। গুহাটি ৪০ থেকে ১০ হাজার মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
বিজ্ঞানীদের দাবি, চাঁদে শত শত গর্ত ও হাজার হাজার লাভা টিউব থাকতে পারে। আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণের পরে যে পথে লাভার স্রোত এগিয়ে যায়, সেখানে টিউব বা গুহার মতো পথ তৈরি হয়। এ ধরনের গুহা ও গর্ত মহাকাশচারীদের জন্য প্রাকৃতিক আশ্রয় হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এর ফলে নভোচারীরা সহজেই মহাজাগতিক রশ্মি, সৌর বিকিরণ ও মাইক্রোমেটিওরাইট স্ট্রাইক বা গ্রহাণুর আক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।