Science & Tech

চীনের অ্যাপ স্টোর থেকে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরাল অ্যাপল

সরকারি আদেশ অনুযায়ী টেক জায়ান্ট অ্যাপল চীনের অ্যাপ স্টোর থেকে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরিয়েছে। চীনা সরকার দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দিয়েছে। 

রয়টার্সের খবর অনুসারে, হোওয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপের মালিক মেটা। শুধুমাত্র অ্যাপ স্টোরের চীনা শাখায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে, অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এখনো এই দুটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।  টেক জায়ান্ট মেটা জানিয়েছে , জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে খোদ চীনের সরকার তাদের এই নির্দেশ দিয়েছে। যেসকল দেশে তারা কাজ করে, তাদের আইন মেনে চলতে বাধ্য মেটা। সরকারের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলেও, চীনা সরকারের কথা অনুযায়ী কাজ করতে হবে।

তবে, চীনে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ-এর পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটা অ্যাপগুলো অ্যাপ স্টোরে বিদ্যমান থাকবে। এমনকি ইউটিউব ও এক্স-এর মতো অ্যাপগুলোও এখনো ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে চীনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button