চীনের উদ্ভাবিত পেটেন্টের সংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়েছে
২০২৩ সাল পর্যন্ত (হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া) চীনের উদ্ভাবিত পেন্টেন্টের সংখ্যা ছিল ৪.০১৫ মিলিয়ন। যা ২০২২ সালের চেয়ে ২২.৪ শতাংশ বেশি। চীনের পেটেন্টের সংখ্যা ৪ মিলিয়নের বেশি হওয়ায় বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে চীন। চীনের জাতীয় মেধাস্বত্ত্ব ব্যুরোর উপপ্রধান হু ওয়েন হুই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
হু জানান, উদ্ভাবনী পেটেন্টের সংখ্যা প্রথম মিলিয়নের ঘরে পৌঁছাতে ৩১ বছর লেগেছে। তবে, চতুর্থ এক মিলিয়নের পর্যায়ে যেতে মাত্র দেড় বছর লেগেছে। এর মধ্যে উচ্চ-মূল্যের উদ্ভাবনী পেটেন্টের অনুপাত ৪০ শতাংশের বেশি।
পরিসংখ্যানে বলা হয়, ২০২৩ সালে চীনের ৯.২১ লাখ আবিষ্কারের পেটেন্ট অনুমোদিত ছিল, ইউটিলিটি মডেল পেটেন্ট ২.০৯ মিলিয়ন ছিল এবং নকশা পেটেন্টের সংখ্যা ছিল ৬.৩৮ লাখ। ৭৪ হাজার পিসি আন্তর্জাতিক পেটেন্ট আবেদন গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, চীনে প্রতি দশ হাজারে ১১.৮টি উচ্চ-মূল্যের উদ্ভাবনী পেটেন্ট রয়েছে।