চীনের চাপ উপেক্ষা করে জান্তার ফাঁড়ি দখলে নিল কেআইএ
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চীনের অব্যাহত চাপ সত্ত্বেও জান্তা বাহিনীর অধীনে থাকা একটি মিলিশিয়া গ্রুপের ফাঁড়ি দখল করেছে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। এর মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় পুতাও জেলায় আবারও আক্রমণাত্মক কর্মকাণ্ড শুরু করল তারা। খবর ইরাবতীর।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশনের সশস্ত্র শাখা কেআইএ এবং তার মিত্ররা, লা হে সি বুম গ্রামের ফাঁড়িটি দখল করে নেয়। যেখানে কমপক্ষে ৭০ জন জান্তা সেনা ও মিলিশিয়া গ্রুপের সদস্য ছিল। ফাঁড়িটি পুতাও জেলার খাউংলানহপু এবং চিপউই জেলার সাওলাওয়ের মধ্যে অবস্থিত। এটি চীন সীমান্তের পুতাওতে মিয়ানমার সামরিক জান্তার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। পুতাও জেলার আরেক শহর সুম্প্রাবুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর মে মাসে আক্রমণ বন্ধ করেছিল কেআইএ। খাউংলানহপুতে ফাঁড়ি দখল করে আবারও আক্রমণাত্মক কর্মকাণ্ড শুরু করল দলটি।
গত সপ্তাহেই চীনের কুনমিংয়ে কেআইওর চেয়ারম্যান এন’বান লার নেতৃত্বে কেআইএ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য উ গ্যাং। সেই বৈঠকে মিয়ানমার জান্তার বিরুদ্ধে লড়াই বন্ধ করতে এবং চীনা বিনিয়োগ রক্ষার জন্য কেআইএকে চাপ দেন তিনি। তবে কেআইএ ও তার মিত্ররা যুদ্ধ বন্ধে চীনের চাপ পুরোপুরি উপেক্ষা করেছে। উল্টো তারা কাচিন রাজ্যের কৌশলগত কেন্দ্র ভামো দখলের অভিযান এবং একই সঙ্গে লড়াই বন্ধ রাখা পুতাও জেলায় আবার লড়াই শুরু করেছে।
মিয়ানমারের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির মধ্যাঞ্চলীয় সীমান্ত ও মান্দালয়ের মধ্যবর্তী প্রধান শহর এবং বাণিজ্য রুট দখল করার পর থেকেই লড়াই বন্ধে তাদের ওপর চাপ দিয়ে আসছে চীন।