চীনের সাথে বাণিজ্যযুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের পর থেকে চীন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের সাথে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান এ বাণিজ্যযুদ্ধ ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্কারোপে বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা ও আর্থিক বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
এমন সংকটের মধ্যেই ট্রাম্প বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ট্রাম্পের ভাষ্যমতে, তিনি চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান।
হোয়াইট হাউসে শুল্ক সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘শুল্ক আরো বেশি হোক, আমি তা চাই না। কারণ একটা পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না।’
তিনি বলেন, ‘তাই, আমি শুল্ক কমাতে পারি। কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক।’
চলতি মাসের শুরুতে বিশ্বব্যাপী উচ্চহারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ মার্কিন শুল্ক এবং কিছু পণ্যের ওপর আরো বেশি শুল্ক। যদিও আলোচনার সুযোগ দেয়ার জন্য ৯০ দিনের জন্য এই শুল্ক স্থগিত করা হয়। তবে চীনের ওপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে।
এদিকে ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের পর থেকে চীন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
দু’পক্ষ কাছাকাছি এলেও একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুক্তির দিকে পরিচালিত করার মতো অবাধ, উচ্চ-স্তরের যোগাযোগ মূলত অনুপস্থিত।
তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কি না, তা-ও খোলাসা করা হয়নি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আর না বৃদ্ধি করার ইঙ্গিত দিয়ে চীন বলেছিল, শুল্ক নিয়ে খেলায় তারা আর প্রতিক্রিয়া জানাবে না।