International
চীনে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উত্পাদন বেড়েছে
গত বছর চীনে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বেড়েছে। এ বছর উৎপাদন ৩৯ কোটি টন ছাড়িয়ে যায়। বিগত ৭ বছর ধরেই চীনে এই খাতে উৎপাদন বাড়ছে।
২০২৩ সালে চীনে অপরিশোধিত তেল উৎপন্ন হয় ২০.৮ কোটি টন, যা ২০২২ সালের চেয়ে ৩০ লাখ টন বেশি এবং ২০১৮ সালের চেয়ে ১.৯ কোটি টন বেশি।
চীনে সাগর থেকে অপরিশোধিত তেলের বার্ষিক উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬.২ কোটি টনের বেশি।
পাশাপাশি, চীনে প্রাকৃতিক গ্যাসের বার্ষিক উত্পাদন বেড়ে দাঁড়িয়েছে ২৩০০০ কোটি ঘনমিটারে।