International
চীনে তৈরি প্রথম বড় ক্রুজ জাহাজের প্রথম যাত্রা সম্পন্ন
রোববার চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বড় আকারের ক্রুজ জাহাজ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ শাংহাই শহরের উ সুং খৌ আন্তর্জাতিক ক্রুজ বন্দরে নিরাপদে ডক করেছে।
পরে, তিন সহস্রাধিক যাত্রী সুশৃঙ্খলভাবে জাহাজ থেকে নেমে আসেন। আর এভাবেই জাহাজটির ১১১৯ নটিক্যাল মাইলের প্রথম বাণিজ্যিক যাত্রা সফলভাবে সম্পন্ন হয়।
পয়লা জানুয়ারি ক্রুজ জাহাজটি শাংহাই থেকে দক্ষিণ কোরিয়ার জেজু, জাপানের নাগাসাকি, এবং ফুকুওকা পর্যন্ত সাত দিন ছয় রাতের যাত্রা শুরু করে।
ক্রুজ জাহাজের পরিচালনা সচিব কু ভেং ছেং বলেন, প্রথম সমুদ্রযাত্রার সফল সমাপ্তি অভ্যন্তরীণ বড় আকারের ক্রুজ জাহাজ শিল্প বিকাশের জন্য একটি ভালো সূচনা।