Science & Tech

চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী এখন ৩০ কোটি

প্রতি সপ্তাহে ৩০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সফটওয়্যার চ্যাটজিপিটি। এর নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মলনে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত আগস্ট মাসেই চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটিতে পৌঁছেছিল।

স্যাম অল্টম্যান বলেন, ‘আমাদের পণ্য এখন ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। প্রতি সপ্তাহে আমাদের ৩০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন, যাঁরা প্রতিদিন ১০০ কোটির বেশি বার্তা পাঠাচ্ছেন।’

২০২২ সালে চালু হওয়ার পর থেকেই চ্যাটজিপিটি অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে ওপেনএআই নিয়মিত নতুন নতুন সুবিধাও যোগ করছে। বর্তমানে চ্যাটজিপিটিতে এআইনির্ভর সার্চ ইঞ্জিন রয়েছে, যা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সংক্ষেপে উপস্থাপন করে। পাশাপাশি নতুন ‘ক্যানভাস’ ইন্টারফেস যুক্ত হয়েছে। যার ব্যবহারকারীরা সহজেই চ্যাটজিপিটির তৈরি কোড সম্পাদনা করতে পারেন।

অ্যাপলও এই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে এসেছে। তারা আইওএস ১৮.২–এর মাধ্যমে সিরিতে চ্যাটজিপিটি সরাসরি যুক্ত করেছে। বেটা সংস্করণে থাকা এই হালনাগাদের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারীর কাছে চ্যাটজিপিটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button