Bangladesh

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের ক্ষতিপূরণ দিতে রুল

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের কেন যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে না ও ক্ষতিপূরণ নির্ধারণে কেন একটি নীতিমালা প্রণয়ন করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার। রিটটি পরিচালনায় তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নাঈম হোসেন অয়ন, এডভোকেট খায়রুল বাশার, এডভোকেট বায়েজীদ হোসাইন ও ব্যারিস্টার মাহদী জামান (বনি)।
গত ৪ঠা আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারসহ ৩ জন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটকারীরা হলেন- ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও এডভোকেট খায়রুল বাশার।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ ও আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যুক্তরাজ্যের আদলে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button