USA

ছেলে ভর্তি হতে না পারায় হার্ভার্ডের ওপর শোধ নিচ্ছেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্পপুত্র ব্যারন ট্রাম্পের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যর্থ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অনেকেই বলেছিলেন, প্রতিষ্ঠানটি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। আর এজন্যই বাবা ডোনাল্ড ট্রাম্প যেন শোধ তুলছেন হারভার্ডের উপর।

তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র। পুরো বিষয়টি নাকচ না করলেও স্পষ্ট করে বলেন, হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ব্যারন কখনো আবেদনই করেননি।

ইহুদি বিদ্বেষ ও শিশুদের নিরাপত্তা নিয়ে সুপ্রাচীন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সম্প্রতি প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হারভার্ডের তহবিল বাতিল ও বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপের জবাবে শিক্ষা প্রতিষ্ঠানটি একের পর এক মামলা করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এ নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ষড়যন্ত্র তত্ত্ব।

গুঞ্জন ছড়িয়ে পড়ে—হারভার্ডে ভর্তি হতে না পারার ব্যর্থতাই হয়তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কারণ। ট্রাম্পপুত্র ব্যারনের ভর্তিতে ব্যর্থতার ঘটনাকে কেন্দ্র করেই অনেকেই ব্যাখ্যা করতে থাকেন এই শত্রুতা। হারভার্ড গ্র্যাজুয়েট ওবামা-কন্যা মালিয়া ওবামার প্রসঙ্গ টেনে অনেকে কটাক্ষও করেন ব্যারনকে।

তবে এসব গুজবকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেলস। মার্কিন গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রতিবেদনের জবাবে তিনি জানান, ব্যারন কখনোই হারভার্ডে আবেদন করেননি।

সম্প্রতি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন ১৯ বছর বয়সী ব্যারন ট্রাম্প। বর্তমানে তিনি কাটাচ্ছেন গ্রীষ্মকালীন ছুটি। ২০২৮ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে স্নাতক শেষ করার কথা রয়েছে তার।

এর আগে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, ব্যারন একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত নিজেই নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়কে বেছে নেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto