জনসমর্থন খুইয়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় গত সপ্তাহে নিউইয়র্কের আদালতে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কিছু জনসমর্থন খুইয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই কেবল ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে কিছুসংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে ঝুঁকছেন।
জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার আগে গত এপ্রিল এবং মে মাসে জরিপ চালানো ২ হাজার মার্কিনির মধ্যে নতুন করে চালানো নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপে দেখা গেছে, ট্রাম্প আগের তুলনায় এক পয়েন্ট সমর্থন খুইয়েছেন। আর বাইডেন এক পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন।
এমারসন কলেজ পরিচালিত বৃহস্পতিবারের জরিপে অবশ্য ট্রাম্পের জনসমর্থন আগের মতো একইরকম আছে দেখা গেছে। তবে বাইডেনের জনসমর্থন গতমাসের তুলনায় এক পয়েন্ট বাড়তে দেখা গেছে। তা ছাড়া প্রধান চারটি জরিপের দুইটিতে জনসমর্থনের দিক থেকে বাইডেনকে এগিয়ে যেতে দেখা গেছে। গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপে বাইডেন এগিয়েছেন দুই পয়েন্টে।